প্রকাশিত: Fri, Feb 17, 2023 4:43 PM
আপডেট: Wed, Apr 30, 2025 1:46 AM

ঢাবিতে ছাত্র অধিকারের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩০

মাসুদ আলম: ঢাকা বিশ^বিদ্যালয়ে শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিলো ছাত্র অধিকার পরিষদ। বেলা এগারোটার দিকে পর পর দু’দফা হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে টিএসসির গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। আগে থেকে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের গতিরোধ করে। এসময় দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দেয়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে  মারধর শুরু করে। ছাত্র অধিকার পরিষদের সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি নেওয়াজ খান বাপ্পি বলেন, রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত সবাইকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  সম্পাদনা: সালেহ্ বিপ্লব